Home Uncategorized ট্রাম্পকে জেতাতে মার্কিনিদের প্রভাবিত করতে চাইছে রুশ গণমাধ্যমঃ গোয়েন্দা কর্মকর্তা

ট্রাম্পকে জেতাতে মার্কিনিদের প্রভাবিত করতে চাইছে রুশ গণমাধ্যমঃ গোয়েন্দা কর্মকর্তা

by farjul
১৫ views
A+A-
Reset

রুশ গণমাধ্যম ট্রাম্পকে জেতাতে কাজ শুরু করেছে। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রুশ গণমাধ্যমের বিরুদ্ধে এ দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বদলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রভাবিত করতে মার্কিন ও অন্যান্য ব্যক্তিত্বদের ব্যবহার করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।

শুক্রবার আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রুশ গণমাধ্যমটির বিরুদ্ধে এ দাবি করেছেন।

বুধবার যুক্তরাষ্ট্র আরটির দুই কর্মীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে এবং তাদের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার জন্য একটি আমেরিকান ফার্মকে অনলাইনে কনটেন্ট তৈরি করার পরিকল্পনায় অংশ নেওয়ার অভিযোগ এনেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘গোপনে অভ্যন্তরীণ বিভাজনকে উস্কে দিতে এবং রাশিয়ার পছন্দের প্রার্থীকে ক্ষমতায় আনতে রাশিয়া যে বেসরকারি রুশ কোম্পানি ও আরটি-কে ব্যবহার করছে, সরকারের এসব পদক্ষেপ তারই আরেকটি লক্ষণ।’

ওই কর্মকর্তা বলেছেন, ‘আরটি রাশিয়াবান্ধব প্রতিবেদন তৈরি ও প্রচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা ব্যক্তিত্বদের নেটওয়ার্ক তৈরি ও ব্যবহার করেছে।’

তিনি আরও বলেন, ‘এই ক্রীড়ানকেরা সাবেক প্রেসিডেন্টের (ট্রাম্প) পক্ষে ভোটারদের পছন্দকে প্রভাবিত করতে এবং ভাইস প্রেসিডেন্টের (হ্যারিস) জেতার সম্ভাবনা কমাতে মস্কোর প্রচেষ্টাকে সহায়তা করছেন।’

তবে এই ক্রীড়ানকেরা কীভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন সে সম্পর্কে এই কর্মকর্তা বিশদ বিবরণ দেননি। বুধবার এই অভিযোগের জবাবে আরটি রয়টার্সকে বলেন, ‘জীবনে তিনটি বিষয় নিশ্চিত: মৃত্যু, কর এবং মার্কিন নির্বাচনে আরটির হস্তক্ষেপ।’

ওয়াশিংটনের রুশ দূতাবাস মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এর আগে রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়া হচ্ছে সবচেয়ে সক্রিয় বিদেশি প্রতিপক্ষ যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে চীন স্থানীয় পর্যায়ের নির্বাচনকে প্রভাবিত করার দিকে বেশি মনোযোগী।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

চলতি

বাংলাদেশ মতো আকারে ছোট একটি দেশে বিশাল এক জনগোষ্ঠীর বসবাস।তাদের জীবন জীবিকা, ভাবনা, পেশা, স্বপ্ন, ইচ্ছা, আনন্দ-বেদনায় এতোটা বৈচিত্র্য হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। এই বৈচিত্র্যের সন্ধানে পথ চলে ‘চলতি’।