Home Uncategorized বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক, দ্বিতীয় আদানি

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক, দ্বিতীয় আদানি

by farjul
২৮ views
A+A-
Reset

টেসলা, স্পেসএক্স, স্টারলিংক ও এক্সের মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস্ক আগামী ২০২৭ সালের মধ্যেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারে পরিণত হবেন। লন্ডনভিত্তিক সম্পত্তি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইনফর্মা কানেক্ট একাডেমি এই ভবিষ্যদ্বাণী দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ইনফর্মা কানেক্ট একাডেমি জানিয়েছে—বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, বেসরকারি রকেট কোম্পানি স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের প্রধান মাস্কের সম্পত্তি প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তালিকা অনুসারে, ২৫১ বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী।

ইনফর্মা কানেক্ট একাডেমির বিশ্লেষণে আরও বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের মধ্যে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি দ্বিতীয় ট্রিলিয়নিয়ারের মর্যাদা অর্জন করবেন। তবে শর্ত হলো—তার সম্পত্তির পরিমাণ প্রতিবছর গড়ে ১২৩ শতাংশ হারে বাড়ত থাকতে হবে।

এ ছাড়া, প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ ব্যবসায়ী প্রজোগো পাঙ্গেস্তুও যদি তাদের গতিপথ ধরে রাখেন তাহলে তারাও ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন। বিলাসদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্ট এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গও ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন।

বর্তমানে কোনো ব্যক্তি ট্রিলিয়নিয়ার হতে না পারলেও বেশ কয়েকটি কোম্পানির মূলধন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে—অ্যাপল, এনভিডিয়া, বার্কশায়ার হ্যাথাওয়ে, মাইক্রোসফট অন্যতম।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

চলতি

বাংলাদেশ মতো আকারে ছোট একটি দেশে বিশাল এক জনগোষ্ঠীর বসবাস।তাদের জীবন জীবিকা, ভাবনা, পেশা, স্বপ্ন, ইচ্ছা, আনন্দ-বেদনায় এতোটা বৈচিত্র্য হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। এই বৈচিত্র্যের সন্ধানে পথ চলে ‘চলতি’।