Home Uncategorized বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন ভারতে, ঢাকায় আসছেন না পুতুল

by farjul
৪০ views
A+A-
Reset

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। কোনো কোনোটিতে তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ও আসামি। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে সংস্থাটির আঞ্চলিক পরিচালক পুতুল আগামী অক্টোবরে ঢাকায় এলে তাকে গ্রেফতার করা হবে কি না, এ নিয়ে নানা আলোচনার মধ্যে সম্মেলনের স্থানই বদলে ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকার বদলে সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে। ফলে পুতুলকেও আসতে হচ্ছে না।

রোববার ৯ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশ্ব স্বাস্থ্য অধিশাখার যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ বলেন, সম্মেলনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলন আগামী মাসে ঢাকায় হওয়ার কথা ছিল। এখন সম্মেলনটি হবে ভারতে তাদের কার্যালয়ে।

নয়াদিল্লি থেকে কূটনৈতিক একটি সূত্র জানায়, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের দেখভাল করে দিল্লিভিত্তিক আঞ্চলিক দপ্তরটি। এর প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন পুতুল।

বাংলাদেশের কয়েকজন কূটনীতিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যাতায়াতে সায়মা ওয়াজেদ পুতুলের জাতিসংঘের ভ্রমণ দলিল ব্যবহার করার কথা, যা সাধারণভাবে জাতিসংঘ পাসপোর্ট হিসেবে গণ্য হয়। জাতিসংঘের কর্মকর্তা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ আইনি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ীই এই প্রাপ্যতায় হেরফের করার সুযোগও আছে।

দিল্লির এক কূটনীতিক বলেন, সম্মেলনের স্থান বদল হওয়ায় পুতুলের ঢাকায় যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না তারা। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের দেশে কূটনৈতিক ছাড় নাও পেতে পারেন। বিষয়টি নির্ভর করে তার প্রতি সংশ্লিষ্ট দেশের সরকারের দৃষ্টিভঙ্গি ও তাকে জড়িয়ে অভিযোগের ধরন কী, তার উপর।

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

চলতি

বাংলাদেশ মতো আকারে ছোট একটি দেশে বিশাল এক জনগোষ্ঠীর বসবাস।তাদের জীবন জীবিকা, ভাবনা, পেশা, স্বপ্ন, ইচ্ছা, আনন্দ-বেদনায় এতোটা বৈচিত্র্য হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। এই বৈচিত্র্যের সন্ধানে পথ চলে ‘চলতি’।