Home Uncategorized বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচকঃ বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচকঃ বাণিজ্য উপদেষ্টা

by farjul
২১ views
A+A-
Reset

বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। কর্ম পরিবেশ উন্নয়নের শর্ত দিয়ে, ২০১৩ সালে এই বাণিজ্যিক সুবিধা বাতিল করে মার্কিন প্রশাসন।

রোববার ৮ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে এ তথ্য জানান তিনি।

সরকারের এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। গেল অর্থবছরে রপ্তানি আয় এর আগের বছরের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বৈঠকে আগামী বছরের জানুয়ারিতেই বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জিএসপি হচ্ছে বিশ্বের ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোকে ইউরোপের বাজারে রপ্তানি সহায়তা দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি। এর মাধ্যমে সুবিধাপ্রাপ্ত দেশগুলোকে ইউরোপের বাজারে পণ্য আমদানি-রপ্তানির শুল্ক মওকুফ বা কমানো হয়।

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

চলতি

বাংলাদেশ মতো আকারে ছোট একটি দেশে বিশাল এক জনগোষ্ঠীর বসবাস।তাদের জীবন জীবিকা, ভাবনা, পেশা, স্বপ্ন, ইচ্ছা, আনন্দ-বেদনায় এতোটা বৈচিত্র্য হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। এই বৈচিত্র্যের সন্ধানে পথ চলে ‘চলতি’।