Home Uncategorized বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের বিদায়

বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের বিদায়

by farjul
৩২ views
A+A-
Reset

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। সুজন ক্যাটাগরি–৩ থেকে নির্বাচিত পরিচালক ছিলেন।

সুজন ২০১৩,২০১৭ ও ২০২১—তিন মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরিচালক হয়েছিলেন বিসিবির। তবে সর্বশেষ মেয়াদপূর্ণ হওয়ার আগেই সরে গেলেন পদ থেকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এ ছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তী কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন সুজন। এর আগে বিসিবির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ও হাই পারফরম্যান্স প্রোগ্রামের প্রধান নাঈমুর রহমান দুর্জয়। তারা সবাই ছিলেন পরিচালক।

সরিয়ে দেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত পরিচালক বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও। সরকার পতনের পর থেকে দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালক। দুই সপ্তাহ আগে বিসিবি সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৪

You may also like

Leave a Comment

চলতি

বাংলাদেশ মতো আকারে ছোট একটি দেশে বিশাল এক জনগোষ্ঠীর বসবাস।তাদের জীবন জীবিকা, ভাবনা, পেশা, স্বপ্ন, ইচ্ছা, আনন্দ-বেদনায় এতোটা বৈচিত্র্য হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। এই বৈচিত্র্যের সন্ধানে পথ চলে ‘চলতি’।